দুটি সিদ্ধ ডিমের দাম ১,৭০০ রুপি!
পরিবর্তন ডেস্ক ৩:০৫ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০১৯

দুটি সিদ্ধ ডিমের দাম মাত্র ১৭০০ রুপি! কি ধন্ধে পড়ে যাচ্ছেন? এমনই ঘটনা ঘটেছে মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলে।
ডকুমেন্টারি ফটোগ্রাফার কার্তিক ধরের অভিযোগ, মুম্বইয়ের ফোর সিজনস হোটেলে দুটি সিদ্ধ ডিমের এমনই দাম পরিশোধ করতে হয়েছে তাকে।
এনডিটিভির খবরে বলা হয়, সেই বিলের ছবি শেয়ার করে কার্তিক ধর ট্যাগ করেছেন অভিনেতা রাহুল বোসকে। কারণ এর আগে চণ্ডীগড়ের একটি পাঁচতারা হোটেল রাহুল বোসকে ২টি কলার জন্য দাম দিতে হয়েছিল ৪৪২ টাকা রুপি।
টুইটারে কার্তিক ধর লেখেন, এবার অন্তত হোক আন্দোলন! শনিবারের পোস্ট করা এই টুইটে ৩ হাজার জন লাইক করেছেন।
চণ্ডীগড়ের জেডব্লু ম্যারিয়ট হোটেলে রাহুল বোসের কাছ থেকে দুটি কলার দাম ৪৪২ টাকা নেওয়া হয়েছিল। যদিও সেই ঘটনায় হোটেলটিকে ২৫ হাজার টাকা জরিমানা গুণতে হয়।
সেই ঘটনার পরেই রাহুল টুইটে ব্যঙ্গ করে লিখেছিলেন, ‘কে বলেছে ফল শরীরের পক্ষে ক্ষতিকারক নয়? দেখুন দুটো কলা খেতে হচ্ছে ৪৪২ টাকা খরচ করে!"
চণ্ডীগড়ে অভিনেতা রাহুল বোস গিয়েছিলেন ছবির শুটে।
এআরই/এএসটি
দক্ষিণ এশিয়া: আরও পড়ুন
