গ্রামীণফোন ১৫০ ও ইসলামী ব্যাংক ১০০ কোটি টাকা কর দিল
পরিবর্তন প্রতিবেদক ৬:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯

আয়কর মেলা-২০১৯ এর প্রথম দিনে টেলিকম অপারেটর গ্রামীণফোন ১৫০ কোটি টাকা ও ইসলামী ব্যাংক ১০০ কোটি টাকার আয়কর জমা দিয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাবে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল ফোলি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার কাছে ১৫০ টাকার আয়কর রিটার্ন দাখিল করেন।
ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কায়সার আলী ব্যাংকটির ১০০ কোটি টাকার আয়কর রিটার্ন দাখিল করেন অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যানের কাছে। এছাড়া সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন প্রায় ২৫ কোটি টাকার আয়কর রিটার্ন জমা দেন।
এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘করদাতা নিজে চাইলে তবেই কেবল তার পরিশোধিত করের অঙ্ক প্রকাশ করার বিধান রয়েছে। প্রধানমন্ত্রী নিজে সে তথ্য উন্মুক্ত করার অনুমতি না দিলে তার রিটার্ন দাখিলের তথ্য জানানো যাবে না।’
আয়কর রিটার্ন দাখিলের পর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, কর দেয়া একটি আনন্দ ও উৎসবের বিষয়। আমরা সপরিবারে কর দিচ্ছি। আপনারা সবাই এ উৎসবে সামিল হোন।
এফএ/এইচআর
রাজস্ব: আরও পড়ুন
