লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি ৫:১১ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯

লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের বুড়িরদীঘি বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সাত্তার (৫৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িরদীঘি বাজার এলাকায় কৃষক আব্দুস সাত্তারের বাড়ির পাশ দিয়ে বাঁশের খুটি দিয়ে জিআই তার টেনে বিদ্যুত সংযোগ নেন ওই এলাকার নুর হোসেন। বৈদ্যুতিক তার ছিড়ে মাটিতে পড়ে থাকায় ফসলের ক্ষেতে যাওয়ার সময় ওই তারে জড়িয়ে আব্দুস সাত্তার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এআর/এমকে
রংপুর: আরও পড়ুন
