নীলফামারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নীলফামারী প্রতিনিধি ৩:১০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৯

নীলফামারীতে পুকুরে ডুবে আব্দুল মোমিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর দুইটার দিকে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কুজিপুকুর এলাকায় এই ঘটনা ঘটে।
মোমিন কামারপুকুর ইউনিয়নের আবুল কালামের ছেলে এবং স্থানীয় ব্রাক প্রাইমারী স্কুলে পড়তো সে।
কামারপুকুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য ইলিয়াস আলী জানান, বাড়ির পাশে পুকুরে সবার অগোচরে ডুবে যায় সে। তাকে উদ্ধার করে সৈয়দপুর ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর ১শ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিক্যাল অফিসার শামীমা আক্তার সোহাগী।
প্রসঙ্গত, গত তিনদিনে নীলফামারীতে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে ।
এনএ/জেডএস/
রংপুর: আরও পড়ুন
আরও
