মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও দুই ছেলের মৃত্যু
পঞ্চগড় প্রতিনিধি ১০:৫২ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৯

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বর্ষার পানিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও দুই ছেলের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের মাহান পাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
মৃতরা হলেন— আইজ উদ্দিনের ছেলে শহিদুল হক, শহিদুলের বড় ছেলে নাজিরুল ইসলাম ও ছোট ছেলে আসাদুর রহমান।
জানা যায়, পানিমাছ পুকুরী গুচ্ছগ্রামের মাহানপাড়ার একটি গ্রামে বাড়ির জন্য টানা বৈদ্যুতিক তার ছিড়ে খালের পানিতে পড়ে থাকে।
শহিদুল হক ও তার ছেলে নাজিরুল ওই বৈদ্যুতিক তার না দেখে মাছ ধরতে নামলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ছোট ছেলে আসাদুর বাবা ও বড় ভাইকে পানিতে পড়ে থাকতে দেখে তাদের তুলতে যান। এসময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
এক পর্যায়ে বিদ্যুৎ চলে গেলে তিনজনের মৃতদেহ খালের পানিতে ভেসে থাকতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
পঞ্চগড় আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরিবর্তন ডটকমকে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনজনের মৃত্যু হয়েছে।
এসবি
রংপুর: আরও পড়ুন
