ব্ল্যাকমেইল ও প্রতারণায় তিন নারী গ্রেফতার
রাজশাহী ব্যুরো ৪:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯

রাজশাহীতে ব্ল্যাকমেইল ও প্রতারণার মাধ্যমে মানুষকে সর্বশান্ত করার অভিযোগে প্রতারক চক্রের তিন নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বাগমারার তেগাছি এলাকার মেহের হোসেনের মেয়ে মর্জিনা বিবি (৩৫), নগরীর কেদুর মোড় এলাকার তসলিমার মেয়ে সুমি বেগম (৩০) ও টিকাপাড়া এলাকায় মর্জিনা বেগম (৩০)।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৫ অক্টোবর এ বিষয়ে মামলা হয়। মহানগরীর কেদুর মোড় এলাকার সুমির বাড়িতে রাজশাহী সোনালী ব্যাংক আলুপট্টি শাখার সিনিয়র অফিসার একরাম হোসেনকে ডেকে নেয়। এসময় প্রতারণার ফাঁদে ফেলে ছবি ধারণ করে। এনিয়ে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে।
ওসি বলেন, এ ঘটনায় একরামের ছেলে ইমরান বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়।
তারা দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে জানান ওসি হাফিজুর রহমান।
বিএইচ/এইচআর
রাজশাহী: আরও পড়ুন
