হার্ডিঞ্জ ব্রিজের নিচে অজ্ঞাত যুবকের মরদেহ
পাবনা প্রতিনিধি ২:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ০৮, ২০১৯

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
পাকশি পুলিশ ফাঁড়ির ইনর্চাজ শহিদুল ইসলাম জানান, আজ সকালে হার্ডিঞ্জ ব্রিজের নিচে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি বলেন, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ২৮ বছর। ট্রেনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা পুলিশের।
এফএ/
রাজশাহী: আরও পড়ুন
আরও
