রাজশাহী
- পাবনায় হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন
- প্রথম ধাপের উপজেলা নির্বাচনে নাটোরে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
- সৌহার্দ্য আর হৃদ্যতায় চলছে শিশুদের ভোট যুদ্ধ!
- সিরাজগঞ্জে আট উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৭
- জয়পুরহাটে ২ চেয়ারম্যান ও ৪ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- তাড়াশে বীরাঙ্গনা পাতাসীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি লাভ
তাড়াশে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ১২:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৯
--Pic--Asraful-22-01-19.jpg)
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ আকবার আলী মাস্টার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার দুপুরে তাড়াশ প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাবের সভাপতি সনাতন দাসের সভাপতিত্বে এ মতবিনিময় সভা হয়। এতে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যানে পদে প্রার্থী ঘোষণা দেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ আকবার আলী মাস্টার।
এ সময় তিনি বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সবার সহযোগিতা পেলে এবং নির্বাচিত হলে এ উপজেলার গণমানুষের অধিকার প্রতিষ্ঠায়, উন্নয়ন ও সমৃদ্ধশালী উপজেলা গড়তে এবং মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলব।
মতবিনিময় সভায় দলীয় নেতাকর্মীরা ও প্রেসক্লাবে সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএ