বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু
ঢামেক প্রতিনিধি ৩:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯

রাজধানীর শান্তিনগরে বাস থেকে নামতে গিয়ে চাকায় পা পিষ্ট হয়ে শিরিন আক্তার রুমা (৩৫) নামে এক নারীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া এ সংবাদের সত্যত্যা নিশ্চিত করেছেন ।
নিহত শিরিন শান্তিনগর কোয়ান্টাম ব্লাড ব্যাংকে চাকরি করেন।
রুমার স্বামী শফিকুল ইসলাম জানান, রুমা তার বাবার বাড়ি পল্লবী থেকে কর্মস্থল শান্তিনগর কোয়ান্টাম ব্লাড ব্যাংকের উদ্দেশ্যে যাচ্ছিল। শান্তিনগর মোড়ে পৌঁছানোর পর আল-মক্কা পরিবহনের বাসটি একেবারে না থেমে চলন্ত অবস্থায় তাকে নামিয়ে দিতে গেলে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সংবাদ পেয়ে হাসপাতালে আসে এসে ঘটনাটি জানতে পেয়েছি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, চাকার নিচে পিষ্ট হয়ে রুমার পা ক্ষতবিক্ষত হয়েছিল। শরীর থেকে অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে তার মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে।
এমআর/জেডএস
রাজনীতি: আরও পড়ুন
