- বিচার বিভাগের ওপর জনগণের আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বৈঠক অনুষ্ঠিত
- ভারতের ৩৮০ সৈন্যকে সম্মাননা দেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
- ‘অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতা দেয়া হবে’
- রোহিঙ্গাদের কারণে কক্সবাজারবাসী ঝুঁকিতে রয়েছে: টিআইবি
- প্রতি উপজেলায় প্রতিবন্ধী সেবা কেন্দ্র চালু হবে: প্রধানমন্ত্রী
দেশ টিভির পরিচালক আরিফের দেশত্যাগে নিষেধাজ্ঞা
পরিবর্তন প্রতিবেদক ১০:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দেশ টেলিভিশনের পরিচালক সাংবাদিক আরিফ হাসানের ১ কোটি ৩৩ লাখ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও জারি করেছে সংস্থাটি।
মঙ্গরবার এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশনে চিঠি দিয়েছে দুদক।
দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রাজধানীর সাউথইস্ট ব্যাংকের মৌচাক শাখায় জমা রাখা এক কোটি ৩৩ লাখ টাকা জব্দ করা হয়েছে। এছাড়া তার আয়কর নথিসহ অন্যান্য নথিপত্রে অঢেল সম্পদের তথ্য পাওয়া গেছে।
দুদকের সহকারী পরিচালক মো. শফিউল্লাহর সই করা চিঠিতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট ব্যাক্তির বিরুদ্ধে দেশে মানিলন্ডারিংসহ অর্থ পাচারের অভিযোগ রয়েছে।’
এ বিষয়ে দুদকের অনুসন্ধানে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। দুদকের কাছে দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার তথ্য থাকায় এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।
এফএ/এইচআর
জাতীয়: আরও পড়ুন
