- ‘সোনালী কাবিন’ এর স্রষ্টার চির বিদায়
- কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
- অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকিং খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: স্পিকার
- দেশের সব হাসপাতালে বৈদ্যুতিক যন্ত্রপাতি খতিয়ে দেখা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- উন্নয়নশীল দেশগুলোর স্বাস্থ্য নিরাপত্তায় প্রত্যাশিত অর্থায়নের পক্ষে হাসিনা
- ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়
প্রশাসনে একীভূত ইকোনমিক ক্যাডার
সচিবালয় প্রতিবেদক ৬:২২ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৮

অবশেষে প্রশাসন ও ইকোনোমিক ক্যাডার একীভূত করে গেজেট প্রকাশ করেছে সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অধিকতর গতিশীল, সমন্বিত ও জনবান্ধব প্রশাসন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সার্ভিস এ্যাক্ট ১৯৭৫ এর সেকশন ৪ ক্ষমতাবলে সরকার এ আদেশ জারি করেছে।
বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকোনমিক) ক্যাডারের সকল পদ ও জনবল বাংলাদেশ সিভিল সার্ভিস- প্রশাসন ক্যাডারের পদ ও জনবল বলে গৃহীত হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এ ধরণের একিভূতকরণের ফলে সরকার কর্তৃক গঠিত আন্ত:মন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী ইকোনোমিক ক্যাডারের কর্মকর্তাদের সমপদে পদায়ন, জ্যেষ্ঠতা নির্ধারণ এবং একীভূতকরণের সকল প্রক্রিয়ার পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন হবে।
একই কাজে দুটি ভিন্ন ভিন্ন ক্যাডার থাকলে বিভিন্ন মতবিরোধ ও দ্বন্দ্বে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ব্যাহত হবে বলে এ দুটি ক্যাডার একীভূত করার দির্ঘদিনের দাবী ছিল কর্মকর্তাদের মধ্যে থেকে।
এরপর থেকে বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল, সরকার বিসিএস (প্রশাসন) ও বিসিএস (ইকোনমিক) ক্যাডার দুটিকে একীভূত করবে। ২০১৪ সালের জানুয়ারিতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন ও বিসিএস (ইকোনমিক) অ্যাসোসিয়েশন এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে।
এসএস/এএসটি