শিশু সিয়াম হত্যার মূল আসামী গ্রেফতার
পরিবর্তন প্রতিবেদক ১১:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ০৬, ২০১৮

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে ৬ বছরের শিশু সিয়াম অপহরণ ও হত্যার মূল আসামি মো. মিঠু মিয়াকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে র্যাব-১ এর অধিনায়ক (সিও) সারওয়ার বিন কাশেম পরিবর্তন ডটকমকে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রুপগঞ্জে শিশু সিয়াম অপহরণ ও হত্যার মূল আসামি মো. মিঠু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
সারওয়ার বিন কাশেম আরো জানান, পৃথক আরেকটি অভিযানে রাজধানীর উত্তরখান থেকে মানব পাচারকারী প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১। তার কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট ও জাল ভিসা জব্দ করা হয়েছে৷
শুক্রবার সকাল ১১টায় উত্তরায় র্যাব-১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
পিএসএস/এআরই