খুলনায় বাস ‘ধর্মঘট’ চলছে, দুর্ভোগ
খুলনা ব্যুরো ১২:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৯
.jpg)
চতুর্থ দিনের মতো বাস ধর্মঘট পালন করছে খুলনার বাসচালক ও শ্রমিকরা। বৃহস্পতিবার সোনাডাঙ্গা কেন্দ্রিয় বাস টার্মিনাল, রয়্যাল ও শিববাড়ির মোড় এলাকা থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। অধিকাংশ বাস কাউন্ডার বন্ধ রয়েছে। এছাড়া অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে।
নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে ১৮ নভেম্বর পরিবহন ধর্মঘট শুরু করে বাস চালকরা।
এদিকে, টানা পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাস চলাচল বন্ধ থাকায় ট্রেনের ওপর চাপ পড়ছে। যাত্রীসংখ্যাও স্বাভাবিকের চেয়ে বেশি হচ্ছে। তবে সিট না পেয়ে অনেকে দাঁড়িয়ে যাচ্ছেন নিজ গন্তব্যে।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সহকারী সম্পাদক মো. জিয়াউর রহমান মিঠু খুলনায় এখনও বাস চলাচল শুরু হয়নি বলে নিশ্চিত করেছেন।
জেএইচ/এমকে
খুলনা: আরও পড়ুন
