‘সাতক্ষীরায় ২২টি পশুর হাটে নিরাপত্তা জোরদার’
সাতক্ষীরা প্রতিনিধি ২:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৮

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরায় ২২টি পশুর হাট বসছে। পশুবাহী যানবাহনে কোনো চেকিং করা হবে না। এসব হাটের গবাদিপশু যাতে নির্বিঘ্নে বেচাকেনা হতে পারে সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। হাটে যাতে চাঁদাবাজি, প্রতারণা ও জাল টাকার লেনদেন করতে না পারে সে ব্যাপারেও সতর্ক রয়েছে পুলিশ।
মঙ্গলবার সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান তার সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এসব কথা বলেন।
তিনি বলেন, ঈদ পরবর্তীতে কুরবানির পশুর চামড়া পাচাররোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। গবাদিপশু কেনাবেচার সময় মোটা অংকের টাকা বহনের নিরাপত্তা দিতেও প্রস্তুত রয়েছে পুলিশ।
বাংলাদেশে প্রবেশ করা ভারতীয় গরু বহনে বৈধ কাগজপত্র থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, চোরাচালানরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
তিনি বলেন, এ ব্যাপারে পুলিশ বিশেষভাবে সতর্ক রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী মঈনউদ্দিন, এএসপি সার্কেল মো. ইয়াসিন আলি, এএসপি সার্কেল অপু সরোয়ার, বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মো. আজম খান, গোয়েন্দা পুলিশ পরিদর্শক আলি আহমেদ হাসেমী ও আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
আইকে/বিএইচ/