চাকরির সুযোগ এস এম ই ফাউন্ডেশনে
পরিবর্তন ডেস্ক: ১:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৯
%20h.jpg)
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এস এম ই ফাউন্ডেশন) 'সহকারী ব্যবস্থাপক' নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নাম: সহকারী ব্যবস্থাপক
পদ সংখ্যা: ৯টি
বেতন কাঠামো: ২৬,০০০-১,৬৩৫×৭-৩২,০০০-১,৪৫০×৭-৪২,০০০/
বয়স: সর্বোচ্চ ৩০ বছর (৭ মার্চ, ২০১৯ পর্যন্ত)
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে দুইটি প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএসহ সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ গ্র্যাজুয়েট বা সমমানের ডিগ্রি।
প্রার্থীরা ০৭/০৩/২০১৯ তারিখ বিকাল ৫টার মধ্যে ফাউন্ডেশনের ওয়েব বেজড সিস্টেমের www.smef.org.bd/jobs -এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সাথে ছবি, সকল সনদের কপি ও জাতীয় পরিচয়পত্রের কপি স্ক্যান করে সংযুক্ত করতে হবে।
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে:
জিজাক/