‘বিশ্বসভ্যতায় ইসলামের অবদান উচ্চস্বরে জানানো দরকার’
পরিবর্তন ডেস্ক ৫:২২ অপরাহ্ণ, অক্টোবর ০৭, ২০১৯

তুরস্কের ফার্স্টলেডি আমিনা এরদোগান
তুরস্কের ফার্স্টলেডি আমিনা এরদোগান বলেছেন, ইসলামের স্বর্ণযুগে অগ্রদূত ও নেতা হিসেবে নারীদের জীবনের সকলক্ষেত্রে অংশগ্রহণ ছিল। তিনি বলেন, নতুন প্রজন্ম ও বিশ্বকে আমাদের উচিত এই বিষয়টি জানানো।
সম্প্রতি নিউইয়র্কের আমেরিকান মুসলিম সোসাইটির নারী সদস্যদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন।
মিসেস এরদোগান বলেন, ‘অক্সফোর্ড বা ক্যামব্রিজ নয়, বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়টি মরক্কোতে অবস্থিত, যা ফাতিমা আল-ফিহরি নামের এক মুসলিম নারী প্রতিষ্ঠা করেছিলেন।
আমিনা বলেন, ‘আমাদের উচিত সেই পদচিহ্ন অনুসরণ করা। বিশ্বের বিজ্ঞান, সংস্কৃতি ও সভ্যতায় ইসলামের অবদান সম্পর্কে উচ্চস্বরে আমাদের জানানো দরকার।’
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উইম্যান ইন ইসলাম অর্গানইজেশনের প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ ডাইরেক্টর আয়েশা আল-আদাউইয়া, বাংলাদেশি আমেরিকান এডভোকেসি গ্রুপের সামিরা নাজনিন এবং শরণার্থীদের সাহায্যের জন্য গঠিত এনজিও সংগঠন মোজাইকের প্রতিষ্ঠাতা রাঘাদ বুশনাক।
এমএফ/
ইসলামি সংবাদ: আরও পড়ুন
