নিঃসন্তান ভাই থেকে বোন কতটুকু মিরাস পাবে?
পরিবর্তন ডেস্ক ৪:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯

প্রশ্নঃ আসসালামু আলাইকুম। আমার নানার দুই সন্তান, আমার মামা ও আমার মা। এছাড়া তাদের কোন ভাইবোন নেই এবং আমার মামার কোন সন্তানও নেই। এখন আছেন শুধু মামার স্ত্রী, বোন (আমার মা), এবং কয়েকজন চাচাতো ভাই। প্রশ্ন হচ্ছে, এমতাবস্থায় আমার মা তার ভাই অর্থাৎ আমার মামার সম্পত্তি থেকে কতটুকু মিরাস পাবে? তার স্ত্রী এবং চাচাতো ভাইয়েরা কতটুকু অংশ পাবে? দয়া করে স্পষ্টভাবে জানালে উপকৃত হবো।
উত্তরঃ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
শরীয়তের হুকুম হলো, কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার রেখে যাওয়া সম্পদ থেকে প্রথমে দাফন-কাফন সমাধা করা হবে। অতঃপর অবশিষ্ট সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করা হবে। এরপর তার কোন বৈধ অসিয়ত থাকলে অবশিষ্ট সম্পত্তির এক তৃতীয়াংশ থেকে তা পূরণ করা হবে। এরপর অবশিষ্ট সম্পদ কুরআন সুন্নাহ অনুযায়ী তার ওয়ারিশগণের মাঝে বণ্টন করা হবে।
সেমতে উপরোক্ত তিনটি কাজ বাস্তবায়নের পর আপনার মামার অবশিষ্ট সমূদয় স্থাবর-অস্থাবর সম্পত্তি নিম্নোক্তভাবে বণ্টন করা হবে–
–আপনার মামি পাবেন শতকরা ২৫ ভাগ।
–আপনার মা পাবেন শতকরা ৫০ ভাগ।
–আর আপনার মামার চাচাত ভায়েরা পাবেন শতকরা ২৫ ভাগ।
ফতোয়া সূত্র : সূরা নিসা, আয়াত ১১, ১২; ফাতাওয়া হিন্দিয়া ৬/৪৪৮; আদ্দুররুল মুখতার ৬/৭৭০
জবাব প্রদান করেছেন- মুফতি আবুল হুসাইন, প্রধান মুফতি ও মুহাদ্দিস, আল-জামেয়াতুল ইসলামিয়া আশরাফুল উলূম মাদরাসা, নড়াইল।
এমএফ/
ফতোয়া/মাসায়েল: আরও পড়ুন
