প্রাকৃতিক উপাদানে তৈরি করুন পছন্দের ‘আইশ্যাডো’
পরিবর্তন ডেস্ক ১:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৮

কেমিক্যাল যুক্ত যেকোনো মেকআপ কিটই বেশ বিপজ্জনক, বিশেষত যারা প্রতিদিন মেকআপ করেন। মেকআপের কেমিক্যাল থেকে হয়ে থাকে নানা ধরনের বিপদও। তাহলে কী করবেন মেকআপ করা ছেড়ে দিবেন? তা তো সম্ভব না। তবে এসব থেকে মুক্তি পেতে চাইলে নেজেই তৈরি করে নিতে পারেন মেকআপ কিট। তাই আজ আপনার জন্য রইল আইশ্যাডো তৈরি করার ঘরোয়া পদ্ধতি। আসুন তাহলে জেনে নেই প্রাকৃতিক উপাদানে কীভাবে নিজেই তৈরি করবেন আইশ্যডো।
উপকরণ:
. কোকো পাউডার
. জায়ফল গুঁড়ো
. শুকনো বিট গুঁড়ো
. হলুদ গুঁড়ো
. কাবাবচিনি গুঁড়ো
. অ্যারারুট পাউডার
. শিয়া বাটার
যেভাবে করবেন:
১. প্রথমে একটি কাচের পাত্রে প্রত্যেকটি উপকরণ ১/৪-১/২ চা-চামচ অনুপাতে মিশিয়ে নিন। এবার, যদি হালকা রং চান তাহলে বেশি অ্যারারুট এবং যদি ডার্ক শেড চান তাহলে অল্প পরমাণে অ্যারারুট মেশাবেন। প্রথমে অল্প পরিমাণে মেশানোই ভালো, কারণ প্রয়োজনে পরেও মেশানো যেতে পারে।
২. এরপর ভালো করে মেশাতে থাকুন যতক্ষণ না আপনার পছন্দ অনুযায়ী রং না পাচ্ছেন।
৩. পছন্দ মতো রং পাওয়ার পরে ১/৪-১/২ চা-চামচ শিয়া বাটার মিশিয়ে নিন। এবার চামচের পিছন দিকটি দিয়ে আলতো করে মেশাতে থাকুন। শিয়া বাটার আইশ্যাডোতে একটা ময়শ্চারাইজিং টেক্সচার দেবে।
ভিন্ন কয়েকটি রংয়ের শ্যাডো যেভাবে করবেন:
হালকা গোলাপি
১/২ চা-চামচ অ্যারারুট পাউডার
১/২ চা-চামচ শুকনো বিটের গুঁড়ো
১/৮ চা-চামচ কোকো পাউডার
১/৪-১/২ চা-চামচ শিয়া বাটার
উজ্জ্বল বেগুনি বা মভ
১/২ চা-চামচ অ্যারারুট পাউডার
৩/৪ চা-চামচ কাবাবচিনি গুঁড়ো
৩/৪ চা-চামচ শুকনো বীটের গুঁড়ো
১/২ চা-চামচ কোকো পাউডার
১/৪-১/২ চা-চামচ শিয়া বাটার
লাইট ব্রাউন
১/২ চা-চামচ অ্যারারুট পাউডার
৩/৪ চা-চামচ কোকো পাউডার
১/৪-১/২ চা-চামচ শিয়া বাটার
গোল্ডেন ব্রাউন
১/২ চা-চামচ অ্যারারুট পাউডার
৩/৪ চামচ জায়ফল পাউডার
১/৪-১/২ চা-চামচ হলুদ গুঁড়ো
১/৪-১/২ চা-চামচ শিয়া বাটার
কিছু টিপস:
চোখের তলায় আর নেলপালিশে গ্লিটারের টাচ এনে আপনি নিজের স্টাইলে কিন্তু বেশ অন্যরকম স্টাইল স্টেটমেন্ট তৈরি করতে পারেন। দেখবেন সবাই আপনার দিকেই তাকিয়ে আছে।
তাহলে এবার কিন্তু আপনার মেকআপে গ্লিটারকে ব্যবহার করতেই পারেন। ইউনিক স্টাইলে এই গ্লিটারি মেকআপ আপনার লুককেই অন্যরকম করে তুলবে।
ইসি/