ইতালিতে সেতু ধসে কমপক্ষে ২২ জন নিহত
পরিবর্তন ডেস্ক ১০:০৭ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৮

ইতালির উত্তর-পশ্চিমের জেনোয়া শহরে একটি সেতু ধসে কয়েকটি গাড়ি প্রায় ১০০ ফিট নিচে আছড়ে পড়ায় কমপক্ষে ২২ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
ইতালির ডেপুটি ট্রান্সপোর্ট মিনিস্টার এদুয়ার্দো রিক্সি বলেন, দুপুরের দিকে মোরান্ডি সেতুর অংশবিশেষ ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে।
প্রায় ২০০ ফায়ার সার্ভিস কর্মী সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে দুজনকে জীবিত উদ্ধার করে হেলিকপ্টারযোগে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, ধসে পড়ার সময় সেতুটির ওপর প্রায় ২০টি যানবাহন ছিল।
স্থানীয় অগ্নিনির্বাপক দল জানায়, গাড়ি ও ট্রাকসহ সেতুটি ধসে পড়ায় বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।
ইতালির গণমাধ্যমগুলো জানিয়েছে, সেতুটির প্রায় ২০০ মিটার ধসে পড়েছে।
এর আগে ইতালির বার্তা সংস্থা অ্যাডংক্রনস অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্ধৃতি দিয়ে জানায়, সেখানে ‘কয়েক ডজন মানুষ নিহত’ হয়েছেন।
ফায়ার সার্ভিস জানায়, বিশেষ ধরনের ‘ভিয়াডাক্ট’ সেতুটি একটি শিল্প এলাকার নদীর ওপর অবস্থিত ছিল।
১৯৬০ সালে নির্মিত সেতুটি ধসে পড়ার কারণ জানা যায়নি। এটি ২০১৬ সালে একবার সংস্কার করা হয়েছিল।
এমআর/এমএসআই
আরও পড়ুন...
ইতালিতে ব্যস্ততম সেতু ধসে বহু হতাহতের শঙ্কা