ঢাকা
- টাঙ্গাইল কৃষক দলের সভাপতি দীপু, সম্পাদক শাহজাহান
- বাংলাদেশ ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক গভীর: রাষ্ট্রদূত
- মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ১৫
- টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার ক্ষতি
- আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা নজিরবিহীন: স্বাস্থ্যমন্ত্রী
- টাঙ্গাইলে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো দিয়ে ছয় গ্রামের মানুষ পারাপার
টাঙ্গাইলে ফের প্রতিমা ভাংচুর
টাঙ্গাইল প্রতিনিধি ৫:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯
.jpg)
টাঙ্গাইলের কালিহাতীতে একদিনের ব্যবধানে ফের আরেকটি কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার ভোরে উপজেলার বাংড়া যুগীবাড়ী মদন মোহন নাথের ঠাকুরদার কালী মন্দিরে এ ঘটনা ঘটে।
মন্দিরে থাকা ৫টি প্রতিমার মধ্যে মহাদেব, জুগিনি ও শীতলা প্রতিমার মাথা কেটে ফেলা হয়েছে।
এ ঘটনার পর টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিয়া, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী, সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) রাসেল মনির, ডিবি উত্তরের ওসি সাজ্জাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা, কালিহাতী থানার ওসি হাসান আল মামুন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুদীপ কুমার দত্ত এলাকা পরিদর্শন করেছেন।
স্থানীয় বাসিন্দা রঞ্জিত সূত্রধর বলেন, ভোর বেলায় মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় মন্দিরে থাকা প্রতিমাগুলো ভাঙচুর অবস্থায় দেখতে পাই। পরে বিষয়টি স্থানীয় লোকজনকে জানাই।
এ প্রসঙ্গে উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ্র চন্দ্র সাহা পরিবর্তন ডটকমকে বলেন, রাতের অন্ধকারে একটি চক্র কালিহাতীর পরিবেশ নষ্ট করার জন্য এমন ঘটনা ঘটাচ্ছে।
টাঙ্গাইল পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে বলেন, আমাদের দেশ অসম্প্রদায়িক সম্পৃতির দেশ। যারা এই দেশে মসজিদ মন্দিরে হামলা করে তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন পরিবর্তন ডটকমকে বলেন, কোন একটি চক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ঘটনা ঘটাচ্ছে। এ ব্যাপারে আমাদের টিম কাজ করছে।
এর আগে গত বুধবার সিলিমপুর উত্তর সেনবাড়ির সার্বজনীন কালি মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে।
এএএন/এমকে
ঢাকা: আরও পড়ুন
