আশুলিয়ায় মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
সাভার প্রতিনিধি ১১:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯

আশুলিয়ায় মাদক মামলায় এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া এলাকার আব্বাস মার্কেটের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহিদ হাসান (৩৫) মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানা এলাকার মোজাহার বেপারীর ছেলে। তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় বসবাস করতেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল বলেন, জাহিদ আশুলিয়া এলাকায় থেকে ইয়াবার ব্যবসা করতেন। ২০১১ সালে পল্লীবিদ্যুৎ এলাকা থেকে র্যাব ১৫০পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করেন। পরে তিনি জামিনে এসে আত্মগোপনে থাকেন। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরে গোপন সূত্রে খবর পেয়ে রাতে জামগড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এআরই
ঢাকা: আরও পড়ুন
আরও
