অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি ২:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯
.jpg)
ফরিদপুর শহরতলীর তালতলা বাজার এলাকা থেকে অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের তালতলা বাজার সংলগ্ন স্থান থেকে ওই যুবতীর রক্তাত্ত মরদেহ উদ্ধার করা হয়।
ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঐ যুবতীর(২৬) মরদেহ উদ্ধার করে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।
যুবতীর মাথায় জখমের চিহ্ন ও গায়ে থাকা ওড়নায় প্রচুর রক্তের দাগ রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
টিইএইচ/
ঢাকা: আরও পড়ুন
আরও
