‘বন্যায় ক্ষতিগ্রস্থদের কষ্ট হবে না, সজাগ আছে সরকার’
টাঙ্গাইল প্রতিনিধি ৫:০৯ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৯

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছেন, বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ মানুষ যাতে কষ্টে না থাকে সেজন্য সরকার সজাগ রয়েছে । প্রতিটি দুর্গত এলাকায় ব্যাপকভাবে ত্রান বিতরণ কার্যক্রম চলছে।
তিনি শনিবার টাঙ্গাইলের জেলা প্রশাসক অফিসের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় একথা বলেন।
প্রতিমন্ত্রী সকল কর্মকর্তাকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান।
জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী এ.কে.এম.এনামুল হক শামীম এমপি, ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি, আতাউর রহমান খান এমপি, টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান প্রমুখ।
উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, আওয়ামীলীগ মানবতার দল। যে কোন দুর্যোগে দলের সকল নেতাকর্মীরা দুর্গত মানুষের পক্ষে কাজ করে।
এসময় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এএলএন/এসএস
ঢাকা: আরও পড়ুন
