ঢাকা
- স্কুলছাত্রী অপহরণচেষ্টায় চেয়ারম্যানের ছেলেসহ তিনজনের বিরুদ্ধে মামলা
- বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে মুক্তিযোদ্ধা মন্ত্রীর আহ্বান
- বালিতে পুঁতে রাখা হলো ছেলেটির মরদেহ
- গাংচিল বাসের ধাক্কায় চাচা নিহত, ভাতিজা আহত
- টাঙ্গাইলে শহীদ সালাহ্ উদ্দিন সেনানিবাসে গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত
- সাত সকালে সড়কে ঝরল স্বামী-স্ত্রী ও মেয়ের প্রাণ
অভাবের তাড়নায় গলায় ফাঁস দিলেন বৃদ্ধ!
রাজবাড়ী প্রতিনিধি ৮:২৪ অপরাহ্ণ, মে ১৬, ২০১৯

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় ফাঁস নিয়ে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। নিহত রশিদ মোল্যা (৬০) বালিয়াকান্দি সদর ইউনিয়নের উত্তর বালিয়াকান্দি গ্রামের মৃত ছানু মোল্যার ছেলে।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নেন তিনি।
বালিয়াকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য তাছির উদ্দিন মোল্যা বলেন, রোগ থেকে পরিত্রাণ আর সংসারে সচ্ছলতা ফেরাতে বিভিন্ন এনজিও থেকে ধার করে দেনাগ্রস্ত হয়ে রশিদ মোল্যা নিজবাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
বালিয়াকান্দি হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. অপূর্ব কুমার বলেন, রশিদ মোল্যা নামে এক বৃদ্ধ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা জানান, রশিদ মোল্যার আত্মহত্যার বিষয়ে তার পরিবারের কেউ অভিযোগ করেনি। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পিএসএস
ঢাকা: আরও পড়ুন
