টাঙ্গাইলে ফলের দোকান ও হোটেল মালিককে জরিমানা
টাঙ্গাইল প্রতিনিধি ৩:৫৮ অপরাহ্ণ, মে ১৬, ২০১৯

পবিত্র রমজান মাসে খাবারের গুণগত মান ঠিক না থাকায় টাঙ্গাইলে দুই হোটেল মালিক এবং তিন ফল ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার টাঙ্গাইল শহরে এবং কালিহাতী উপজেলায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ জগলু রোডের ফলের দোকানগুলোতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান ও নুজহাত তাসনিম আওনের নেতৃতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন।
অভিযানে সহায়তা করে র্যাব ও পুশিল। এ অভিযানে মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রির অপরাধে তিন ফল ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়।
অপরদিকে কালিহাতীতে বিভিন্ন খাবার হোটেল ও মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান এ অর্থদণ্ড করেন। এ সময় প্রিয়াসী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে পাঁচ হাজার ও সম্ভোর হোটেলকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ এর ৫৩ ধারায় দুই হোটেল মালিককে আট হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে থাকবে বলে তিনি জানান।
এইচআর
ঢাকা: আরও পড়ুন
