শিশুর ঘাড় মটকে লাশ নদীতে, আটক ২
সাভার প্রতিনিধি ১০:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০১৮

সাভারে বংশী নদী থেকে রোহান ইসলাম আবিদ নামের (৮) এক শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বংশী নদীর ভাগলপুর বালুঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত দুইদিন আগে সাভারের তালবাগ এলাকার আফজাল হোসেনের ছেলে স্থানীয় কিডস ইউনিভার্সিটি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী রোহান ইসলাম আবিদ এর সাথে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয় প্রতিবেশী গোলাম আজম নামের এক যুবকের।
পরে বুধবার দুপুরে ওই শিশুকে বাড়ি থেকে বংশী নদীর ভাগলপুর বালুঘাট এলাকায় ডেকে নিয়ে যান গোলাম আজম, রাহুল ও রহিম।
এসময় ওই শিশুকে তিনজন মিলে ঘাড় মটকে হত্যা করে নদীতে ফেলে দেয়। পরে স্থানীয়রা বৃহস্পতিবার সকালে তার লাশ নদীতে ভাসতে দেখে সাভার মডেল থানায় খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় পুলিশ রাহুল ও রহিম নামের ওই দুই যুবককে আটক করেছে।
সাভার মডেল থানার এসআই এনামুল হক বলেন, শিশুটির অন্য হত্যাকারীকেও আটক করার প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসএ/বিএইচ/