আমদানি-রপ্তানি
- জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন
- নারীদের ডিজিটাল ক্ষমতায়নে বাংলালিংক ও ফেসবুকের যৌথ উদ্যোগ
- বাংলালিংকের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘টফি’
- সুপারশপ স্বপ্নে বিনামূল্যে কোনো শপিং অফার চলছে না
- ‘পিপলস লিজিংয়ের আমানতকারীরা দ্রুত অর্থ ফেরত পাবেন’
- বিশ্ব বাণিজ্য যুদ্ধেও বাংলাদেশে অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত: অর্থমন্ত্রী
এসিআই লবণ, প্রাণের কারি পাউডারসহ ৩ পণ্য বিক্রির অনুমতি
পরিবর্তন প্রতিবেদক ১২:২২ অপরাহ্ণ, মে ২৯, ২০১৯

বিএসটিআইয়ের পরীক্ষায় নিম্নমান প্রমাণিত হওয়ায় বাজার থেকে তুলে ধ্বংসের নির্দেশ দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২ টি পণ্যের মধ্যে তিনটি পণ্য পুনরায় বাজারজাতের অনুমতি পেয়েছে। পণ্য তিনটি হলো এসিআইর লবণ, প্রাণের কারি পাউডার ও নিউজিল্যান্ড ডেইরির ডুডল নুডলস। সম্প্রতি এই তিন পণ্যের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।বাংলাদেশ স্ট্যান্ডার্ডস টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)।
জানা গেছে, পুনরায় মান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় এসব পণ্যের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে । এর আগে মান পরীক্ষার পর বিএসটিআই ৫২ পণ্যের মধ্যে ৯টির লাইসেন্স বাতিল করে ও বাকি ৪৩টি পণ্য বাজারজাত করা স্থগিত করে।
বিএসটিআইয়ের পরিচালক এসএম ইসহাক আলী বলেন, স্থগিতাদেশের পর প্রায় সব কোম্পানি নিজ নিজ পণ্যের মান পুনঃপরীক্ষার মাধ্যমে সংশোধনের উদ্যোগ নেয়। গত সপ্তাহ থেকে নিষিদ্ধ পণ্যগুলো মান পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দফায় এসিআই লবণ, নিউজিল্যান্ড ডেইরির ডুডল ও প্রাণের কারি পাউডার নির্ধারিত মান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এ কারণে এগুলোর স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে।
এফএ
করপোরেট সংবাদ: আরও পড়ুন
