চট্টগ্রাম
- কুমিল্লায় ৬ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- ‘জিয়া বেঁচে থাকলে বঙ্গবন্ধুকে হত্যার দায়ে ফাঁসি হতো’
- নোয়াখালীতে আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্য রিমান্ডে
- নিম্নমানের অভিযোগে আশুগঞ্জে সড়ক মেরামত বন্ধ
- ফেনীতে আ’লীগের দুগ্রুপের সংঘর্ষ, যুবলীগকর্মী নিহত
- ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবসে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ
বড় ভাইয়ের মৃত্যুদণ্ডের খবর শুনে ছোট ভাইয়ের আত্মহত্যা
ফেনী প্রতিনিধি ২:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯

ফেনীর ফুলগাজীতে বড় ভাইয়ের মৃত্যুদণ্ডের সংবাদ শুনে ছোট ভাই মো. ইয়াছিন (২০) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। সে খাগড়াছড়ি জেলার মাটি রাঙার শুকনাছড়ি গ্রামের আবদুল মালেকের ছেলে।
রোববার উপজেলার আমজাদ হাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। সোমবার ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ইয়াছিন দীর্ঘদিন ধরে ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুরে তার নানার বাড়িতে থাকতেন। তার বড় ভাই মো. শাহিন (২৩) একটি হত্যা মামলার আসামি। খাগড়াছড়ির আদালত শাহিনকে মৃত্যুদণ্ড দেন। গত রোববার এই সংবাদ শুনে রাত সাড়ে আটটার দিকে বাড়ির পাশের পুকুর পাড়ে একটি গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ইয়াছিন।
পরে বাড়ির লোকজন ইয়াছিনকে সেখান থেকে দ্রুত নামিয়ে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার ফুলগাজী থানার ওসি মোহাম্মদ কুতুব উদ্দীন বলেন, ময়নাতদন্ত শেষে গতকালই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এএএম/পিএসএস
চট্টগ্রাম: আরও পড়ুন
