চট্টগ্রাম
- কুমিল্লায় ৬ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- ‘জিয়া বেঁচে থাকলে বঙ্গবন্ধুকে হত্যার দায়ে ফাঁসি হতো’
- নোয়াখালীতে আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্য রিমান্ডে
- নিম্নমানের অভিযোগে আশুগঞ্জে সড়ক মেরামত বন্ধ
- ফেনীতে আ’লীগের দুগ্রুপের সংঘর্ষ, যুবলীগকর্মী নিহত
- ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবসে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ
ব্রাহ্মণবাড়িয়ায় গোষ্ঠীগত দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ১০:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ায় গোষ্ঠীগত দ্বন্দ্বে শফিকুল ইসলাম (২৬) নামের এক বাক-প্রতিবন্ধী যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বৈশনবপুরে এই ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় আবুল খায়ের মিয়া ও জামাল মিয়ার গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছিল। কিছু দিন আগে এই বিরোধ মীমাংসা হয় সালিসের মাধ্যমে।
বৃহস্পতিবার রাতে জামাল মিয়ার গোষ্ঠীর ইমাম হোসেন লুকিয়ে স্থানীয় রুবেল মিয়ার বাড়িতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে রুবেলের স্ত্রীকে একা পেয়ে ইমাম হোসেন ঝাপটে ধরার চেষ্টা করে।
এদিকে, রুবেল বাড়িতে এসে ইমাম হোসেনকে দেখে ঘরে আটক করে। পরে এলাকার কয়েকজনকে খবর দেয় বিষয়টি জানাতে। এই সুযোগে পালিয়ে যায় ইমাম হোসেন। ইমাম হোসেন পালিয়ে গিয়ে জামাল মিয়ার গোষ্ঠীর লোকজনকে জানায়, খায়ের মিয়ার গোষ্ঠীর লোকজন তাকে মারধর করেছে।
এই খবর পেয়ে জামাল মিয়ার গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে। এ সময় খায়ের মিয়ার গোষ্ঠীর শফিকুল ইসলাম এলাকার দোকানে যাচ্ছিলেন। তাকে একা পেয়ে জামাল মিয়ার গোষ্ঠীর লোকজন কুপিয়ে হত্যা করে।
শফিককে হত্যা করে কিছু দূর যাওয়ার পর শফিকের পিতা মোহাম্মদ আলী ও চাচা সিরাজ মিয়াসহ কয়েকজনকে পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে আছে। এই ঘটনায় এখনো কোনো অভিযোগ দেয়নি কেউ।
এআর/আরপি
চট্টগ্রাম: আরও পড়ুন
