নোয়াখালী জেনারেল হাসপাতালে ৪ দালাল আটক
নোয়াখালী প্রতিনিধিঃ ৫:৫৭ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৯

২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় হাসপাতাল থেকে ৪ দালালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদন্ড দেওয়া হয়।
বুধবার দুপুরে সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হচ্ছেন, সদর উপজেলার লক্ষীরায়নপুর এলাকার নূর নবীর ছেলে নূর শেখ রহমান বিজয় (২৭), মধুপুর এলাকার ইউছুফ মিয়ার ছেলে মীর হোসেন তুহিন (২৬), গোপিনাথপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে মনোয়ার হোসেন রাসেল (৩৭) ও বেগমগঞ্জ উপজেলার একলাশপুরের আব্দুল হকের ছেলে শামছুল আরেফিন (২২)।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, আটককৃত দালালরা জেনারেল হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করার জন্য ভুল তথ্য প্রদান করতো। প্রতারণার মাধ্যমে রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো তারা। বিকেলে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে করে বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) জাকারিয়া সাজা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইএইচএস/জেডএস/
চট্টগ্রাম: আরও পড়ুন
