রাজধানীতে ১৫ মানিলন্ডারিং মামলার দুই আসামি গ্রেপ্তার
পরিবর্তন প্রতিবেদক ৮:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ০২, ২০১৯

পনেরোটি মানি লন্ডারিং মামলার এজাহারভুক্ত আসামি দিদারুল আলম টিটু ও তার সহযোগী কবির হোসেনকে গ্রেপ্তার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তাদের বিরুদ্ধে ১ হাজার ১৯৭ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে।
সোমবার বিকালে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম পরিবর্তন ডটকমকে এ তথ্য জানান।
তিনি জানান, দুপুরে দিদারুল আলম টিটু ও কবির হোসেনকে রাজধানীর বিজয়নগরের মাহাতাব সেন্টার থেকে গ্রেপ্তার করা হয়।
সহিদুল ইসলাম আরো জানান, দিদারুল আলম টিটু, কবির হোসেন এবং আব্দুল মোতালেব ও অন্যান্য সহযোগীরা তিনটি অস্তিত্বহীন প্রতিষ্ঠান (মেসার্স এগ্রো বিডি এণ্ড জেপি, হেনান আনহুই এগ্রো এলসি এবং হেব্রা ব্রাঙ্কো) খুলে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ডিজি আরো বলেন, এসব প্রতিষ্ঠানের নামে মিথ্যা ঘোষণায় পোল্ট্রি ফিড মেশিনারি আমদানির আড়ালে বিপুল পরিমান মদ, সিগারেট, ফটোকপিয়ার মেশিন আমদানি করে তারা শুল্ক ফাঁকি দিয়ে ১ হাজার ১৯৭ কোটি টাকা মানিলন্ডারিং করেছেন। এই দুই আসামির সাথে অন্যান্য যারা জড়িত ছিল তাদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পিএসএস/এমএইচ
রাজধানী: আরও পড়ুন
