রাইড শেয়ারিং থেকে পড়ে ইডেন ছাত্রীর মৃত্যু
ঢামেক প্রতিনিধি ১১:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ০২, ২০১৯

রাইড শেয়ারিং থেকে পড়ে আকলিমা কালাম জুঁই নামে এক ইডেন কলেজের ছাত্রীর মারা গেছেন। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিংসাধীন অবস্থায় মারা যান তিনি।
আকলিমা কালাম জুঁই নোয়াখালীর চাটখিল উপজেলার আবু কালামের মেয়ে। তিনি ঢাকায় মিরপুর কাজিপাড়া থাকতেন।
নিহত জুঁই ইডেন কলেজের মাস্টার্সের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন।
জানা যায়, গত শনিবার ভোড় সাড়ে ছয়টার দিকে মিরপুর থেকে ফার্মগেইটের দিকে যাওয়ার সময় বিজয়স্মরণী মোড়ে রাইড শেয়ারিং থেকে পড়ে গুরুতর আহত জুঁই। তারপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে তিনি আইসিউতে চিকিৎসাধীন ছিলেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান জানান, মৃতদেহটি ঢামেক মর্গে রয়েছে।
এমআর/এইচকে
রাজধানী: আরও পড়ুন
