পুলিশ সুপার পদে ২১ কর্মকর্তাকে বদলি
পরিবর্তন প্রতিবেদক: ৬:২৮ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৯

বাংলাদেশ পুলিশ’র পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকারকে রংপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া ওয়ারি বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ ফরিদ উদ্দিনকে সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে, কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) উপ-কমিশনার মহিবুল ইসলাম খানকে কুড়িগ্রামে ও উপ-কমিশনার মোহাম্মদ ইউসুফ আলীকে পঞ্চগড় জেলায় বদলি করা হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের তালিকা দেখুন:
পিএসএস
রাজধানী: আরও পড়ুন
