করণের শোয়ে সারাকে নিয়ে কি বললেন কার্তিক
পরিবর্তন ডেস্ক: ৯:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৯

করণ জোহরের শো ‘কফি উইথ করণ’-তে গিয়ে প্রথম সারা আলি খান প্রকাশ্যে জানিয়েছিলেন, কার্তিক আরিয়ানের সঙ্গে ডেট করতে চান। লাজুক হেসে সে সময় এ প্রসঙ্গ এড়িয়ে গিয়েছিলেন কার্তিক। করণর শো-এ সদ্য অতিথি হিসেবে হাজির হয়েছিলেন নায়ক। এবার তার পালা। সারাকে নিয়ে প্রকাশ্যে কী বললেন নায়ক?
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, করণ প্রশ্ন করেছিলেন, জাহ্নবী কাপুর নাকি সারা আলি খান, কার ভবিষ্যৎ বেশি উজ্জ্বল? হাসতে হাসতে কার্তিক বলেন, ‘আপনি আমার উত্তর জানেন। আমি তো সারার নামই বলব…।’ সারার কথাই কেন বললেন তা অবশ্য ব্যাখ্যা করেননি তিনি। কিন্তু সারার ড্রেসিং স্টাইলও যে তার পছন্দ তাও প্রকাশ্যে জানিয়েছেন।
কৃতি শ্যাননকে নিয়ে করণের শো-এ গিয়েছিলেন কার্তিক। ‘লুকা ছুপি’ তাদের আসন্ন ছবি। তার প্রচারেই গিয়েছিলেন তারকারা। কিন্তু সারা-কার্তিকের ব্যক্তিগত কেমিস্ট্রির কি ভবিষ্যত্ রয়েছে? এই প্রশ্ন সযত্নে এড়িয়ে গিয়েছেন নায়ক।
জিজাক/