ক্যান্সার জয়ী সোনালি যা বললেন স্বামীকে
পরিবর্তন ডেস্ক ১১:৫৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৮

সাম্প্রতিক ক্যান্সারকে জয় করেছেন সোনালি বেন্দ্রে। বড় কঠিন সময় যখন ছিল তখনও থেমে যাননি ভারতীয় এ নায়িকা। বরং সোশাল মিডিয়ায় নিজের বিভিন্ন সময়ের ছবি বা ভাবনা শেয়ার করে নিজের লড়াইয়ে সামিল করেছেন অনুরাগীদের।
আরও একবার সোনালি শেয়ার করলেন সেইরকমই এক লেখা। তবে এবার ভালোবাসার মানুষটার প্রতি তার অনুভূতি জানালেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।
স্বামী গোল্ডি বেহলের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে সোনালি লিখলেন, ‘এত অনুভূতি আর স্মৃতি মাথায় আসছে যে আমি ভাষায় সেগুলো প্রকাশ করতে পারব না।’
বিয়েটা একটা সফরের মতো। যেকোনও পরিস্থিতিতে পাশে থাকার এক প্রতিশ্রুতির নাম। আর এতগুলো বছর ধরে সোনালি আর গোল্ডি সেটাই মেনে চলেছেন। নিজেই লিখেছেন তিনি।
স্বামীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘ক্যানসার কারোর একার লড়াই হতে পারে না। একটা পরিবার সামগ্রিকভাবে এই লড়াইটার মধ্যে দিয়ে যায়। আমি এতদিন এই লড়াইটা লড়ে গেছি, কারণ আমি জানতাম তুমি তোমার সমস্ত দায়িত্ব পালন করবে। তাও আবার দু'টো কনটিনেন্ট ঘুরে ঘুরে।’
পোস্টের শেষে গোল্ডিকে ধন্যবাদ জানিয়ে সোনালি লিখেছন, ‘যে তোমার সত্তার একটা অংশ, তাকে ধন্যবাদ দেওয়াটা একটা আন্ডার স্টেটমেন্ট।’
এআরই/এএসটি