এসএ গেমসে বাংলাদেশের প্রথম পদক হোমায়রার
পরিবর্তন ডেস্ক ১২:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ০২, ২০১৯

রোববার বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়ে গেছেন ১৩তম এসএস গেমস। নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি আয়োজনের উদ্বোধন করেন।
এবারের আয়োজনে বাংলাদেশকে প্রথম পদক উপহার দিলেন হোমায়রা আক্তার। কারাতে ইভেন্টে মেয়েদের একক কাতায় ব্রোঞ্জ জিতেছেন তিনি।
প্রথমবারের মতো কোন আন্তর্জাতিক পদক পেলেনে পাঁচবার জাতীয় চ্যাম্পিয়নশিপ জেতা এই অ্যাথলেট।
এই ইভেন্টে সোনা জিতেছে পাকিস্তান। স্বাগতিক নেপাল জিতেছে রুপা।
পিএ
অ্যাথলেটিকস: আরও পড়ুন
আরও
