লাঠিয়াল মৌসুমী হামিদ
পরিবর্তন প্রতিবেদক ১:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৭

নামকরা লাঠিয়াল সর্দারের একমাত্র মেয়ে মৌসুমী হামিদ। ছোটবেলা থেকেই বাবার লাঠি খেলা দেখে বড় হয়েছে। লেখাপড়ায় বিন্দুমাত্রও আগ্রহ নেই তার। বইয়ের পাতার চেয়ে লাঠির দিকেই নজর বেশি। ইচ্ছা বাবার মতো নামকরা লাঠিয়াল হওয়া। কয়েকটি গ্রামে বাবার সঙ্গে লাঠিখেলায় অংশও নেয়। কখনোই খেলায় হারে না। এমনি এক গল্প নিয়ে সাজানো হয়েছে নাটক ‘লায়লা লাঠিয়াল’।
নাটকে মৌসুমী হামিদের বিপরীতে অভিনয় করেছেন আরিফ অর্ক। নাটকটি পরিচালনা করেছেন ইরানি বিশ্বাস। সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈরের জমিদারবাড়িসহ বিভিন্ন জায়গায় ‘লায়লা লাঠিয়াল’-এর দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে।
এ নাটকে অভিনয় প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘প্রথমবারের মতো লাঠিয়ালের চরিত্রে অভিনয় করেছি। কাজটি ভালো হয়েছে। নাটকে দর্শক অন্য এক মৌসুমীকে দেখবেন। আশা করি, সবার ভালো লাগবে।’
আরো অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, শিরিন আলম প্রমুখ। শিগগিরই টেলিভিশনে নাটকটি প্রচার হবে জানান পরিচালক।
এএ/ডব্লিউএস
আলোচিত সংবাদ

