অমিত করের সুর সঙ্গীতে এন্ড্রু কিশোর
পরিবর্তন প্রতিবেদক ৭:২৬ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৭

গানের জগতের এক প্রিয় নাম এন্ড্রু কিশোর। সম্প্রতি একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানের শিরোনাম ‘তোমার চোখের কাজল’।
তোমার চোখের, কাজল ছিলো, বড়ই কালো, সেই কালোতে, ছিলো আরও, মায়ারই আলো, আলোর ছটায় তুমি, নিয়েছিলে মন— এমনই কথান গানটি লিখেছেন গীতিকার বাবর বখত্। গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন অমিত কর।
এরই মধ্যে অমিত করের নিজস্ব স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর। অমিত জানালেন, কোরবানি ঈদের আগেই একটি মিশ্র অ্যালবামে প্রকাশ পাবে গানটি।
এর আগে অমিত করের সুর-সঙ্গীতে প্রকাশিত হয়েছে মিশ্র অ্যালবাম ‘উড়ো চিঠি’ও ‘প্রেম মানে না কাঁটাতার’ দেশের জনপ্রিয় শিল্পীদের গানে সেজেছিলো অ্যালবামগুলো। তিনি জানান, নতুন মিশ্র অ্যালবামটিতেও থাকবে নতুন চমক।
এএ/এএসটি
আলোচিত সংবাদ

