যশোরে কলেজছাত্র গুলিবিদ্ধ
যশোর ব্যুরো ৭:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৮

যশোরে ইসমাইল হোসেন নামের এক পলিটেকনিক কলেজের ছাত্রকে দুর্বৃত্তরা গুলি করেছে। শনিবার সন্ধ্যায় শহরতলীর পুলেরহাট তেল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ইসমাইল পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্র এলাকার শাহাবুদ্দিনের ছেলে।
আহত ইসমাইল হোসেন জানান, সন্ধ্যার দিকে বাড়ি ফিরছিলেন। পুলেরহাটের আকিজ তেল পাম্পের সামনে তিনজন ছেলে মোটরসাইকেলে এসে তাকে গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তবে কি কারণে তাকে গুলি করা হয়েছে তা বলতে পারেননি ইসমাঈল হোসেন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক কল্লোল কুমার সাহা বলেন, ইসমাইলের কোমরের ডান পাশে গুলিবিদ্ধ হয়েছে। তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি একেএম আজমল হোসেন জানান, ঘটনা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ পাঠানো হয়েছে।
আইআর/এসএফ
আলোচিত সংবাদ

