#MeToo ঠেকাতে 'ইন্টিমেসি সুপারভাইজার' নিয়োগ
Back to Top

ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২০ | ২৪ আষাঢ় ১৪২৭

#MeToo ঠেকাতে 'ইন্টিমেসি সুপারভাইজার' নিয়োগ

পরিবর্তন ডেস্ক: ৮:৩৩ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০১৯

#MeToo ঠেকাতে 'ইন্টিমেসি সুপারভাইজার' নিয়োগ

বেশ কয়েকমাস ধরেই #MeToo ঝড়ে বেসামাল বলিউড। কর্মক্ষেত্রে যৌন হেনস্থা নিয়ে মুখ খুলেছেন বহু অভিনেতা, অভিনেত্রী। বি-টাউনে #MeToo ঝড়ে নাম জড়িয়েছে একাধিক পরিচালক, প্রযোজক থেকে শুরু করে বেশ কয়েকজন অভিনেতারও। যে তালিকায় রয়েছেন অলোক নাথ, নানা পাটেকর, অনু মালিক, রজত কাপুর, সাজিদ খান, বিকাশ বেহল, কৈলাস খের, বিবেক অগ্নিহোত্রীর, এমনকি উঠে এসেছে রাজকুমার হিরানির নামও।

জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, #MeToo বিতর্ক এড়াতেই এবার বিশেষ পদক্ষেপ নিলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায় ও প্রযোজক অরিত্র দাস। তাদের আগামী ছবি 'সিজন গ্রিটিংস'-এর শুটিংয়ে 'ইন্টিমেসি সুপারভাইজার' নিয়োগ করেছেন তারা। 'ইন্টিমেসি সুপারভাইজার' নিয়োগের প্রথা হলিউডে আগে থেকেই রয়েছে। তবে বলিউডে এই প্রথমবার এমন পদক্ষেপ করা হল।

শুটিং চলাকালীন চুম্বন, আলিঙ্গল থেকে শুরু করে বিভিন্ন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় অভিনেত্রীরা কখনও অস্বস্তি বোধ করতেই পারেন। এমনকি শুটিংয়ের সময় পরিচালকের কোনও ব্যবহারেও সমস্যা তৈরি হতে পারে। যা ভবিষ্যতে #MeToo-র আকার নিতে পারে। এই বিষয়টি যাতে না ঘটে, সেকারণেই শুটিং ফ্লোরে এই 'ইন্টিমেসি সুপারভাইজার' রাখা হয়ে থাকে। যিনি শুটিংয়ের সময় গোটা ঘটনার উপর নজরদারি চালাবেন। কারোর কোনও বিষয়ে কোনও আপত্তি রয়েছে কিনা সেবিষয়টি খেয়াল রাখবেন।

প্রসঙ্গত, পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের 'সিজন গ্রিটিংস' ছবির হাত ধরেই ফের বলিউডে ফিরছেন অভিনেত্রী সেলিনা জেটলি। 'সিজন গ্রিটিংস' ছবির গল্প একটি মা ও মেয়ের উপর আধারিত। যেখানে মেয়ের চরিত্রে অভিনয় করবেন সেলিনা জেটলি আর তার মায়ের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী লিলেট দুবেকে। অভিনেত্রী সেলিনা জেটলি বরাবরই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের বিষয়ে ভীষণই খুঁত খুঁতে। আর এই ছবিতে আজহারের সঙ্গে সেলিনার একটি ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। এক্ষেত্রে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং কীভাবে হবে সেবিষয়টি কোরিওগ্রাফার প্রভাতেন্দু মণ্ডলের সঙ্গে আলোচনার পর পরিচালক রামকমল মুখোপাধ্যায় নিজেই সেলিনার সঙ্গে আলোচনা করেন বলে জানান অভিনেত্রী।

পরিচালক জানান, এক সাংবাদিকের কাছ থেকেই তিনি প্রথম 'ইন্টিমেসি সুপারভাইজার' নিয়োগের আইডিয়া পান। আর এরপরই প্রযোজকদের সঙ্গে আলোচনার পর 'ইন্টিমেসি সুপারভাইজার' নিয়োগের সিদ্ধান্ত নিয়েই ফেলেন পরিচালক।

গত ৩০ মে পরিচালক ঋতুপর্ণ ঘোষের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার শ্রদ্ধা জানিয়ে 'সিজন গ্রিটিংস' ছবির টিজার লঞ্চ করেছিলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। এই ছবির মাধ্যমে দর্শক ঋতুপর্ণ ঘোষ ঘরানার ছবির স্বাদ পাবেন বলেই জানিয়েছিলেন পরিচালক।

জিজাক/

 

: আরও পড়ুন

আরও